হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথম ফাতিমিয়া উপলক্ষে প্রদত্ত এক ভাষণে হযরত আয়াতুল্লাহ শুবাইর জানজানি আল্লাহর নিকটে হযরত ফাতিমা (সা.)-এর নামসমূহের বিষয়ে বলেন:
ইমাম সাদিক (আ.) বলেছেন: ফাতিমা (আ.)-এর আল্লাহর নিকটে নয়টি নাম রয়েছে — ফাতিমা, সিদ্দিকা, মুবারাকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, মুহাদ্দিসা এবং যাহরা।
এরপর ইমাম (আ.) জিজ্ঞেস করলেন:
“তুমি কি জানো, ‘ফাতিমা’ নামের ব্যাখ্যা কী?”
আমি বললাম: “আমার প্রভু, আপনি-ই বলুন।”
তিনি বললেন:
«فُطِمَتْ مِنَ الشَّرِّ» — অর্থাৎ তিনি সমস্ত মন্দ ও অশুভ থেকে বিচ্ছিন্ন ও দূরে রাখাপ্রাপ্ত।”
আল-আমালি (শেখ সাদূক), পৃষ্ঠা ৫৯২
আপনার কমেন্ট